Moringa powder বা সজিনা পাতা গুঁড়া অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। পুষ্টি উপাদানে সমৃদ্ধ থাকায় সজিনা গাছকে “মিরাকেল ট্রি” এবং এর পাতাকে বলা হয় “সুপার ফুড”। এতে আছে পর্যাপ্ত পরিমাণে আয়রন, জিংক, আয়োডিন, ভিটামিন বি 9, ভিটামিন এ সহ দেহের জন্য উপকারী অন্যান্য ভিটামিন ও খনিজ উপাদান। দেহের জন্য প্রয়োজনীয় সকল অ্যামিনো এসিড পাওয়া যায় এই জাদুকরী গুণসম্পন্ন ভেষজে।

সজিনা গাছের পাতাকে বিশেষ মেশিনে কুচি করে কেটে তৈরি করা হয় সজিনা পাতা গুঁড়া (Moringa Powder)। এই পাতার গুঁড়া এমনি পানিতে মিশিয়ে বা চায়ের মতন ফুটিয়ে নিয়েও গ্রহণ করা যায়। এর গুঁড়ার সাথে একটুখানি খাঁটি মধু আর লেবুর সংমিশ্রণে চমৎকার পুষ্টিকর পানীয় তৈরি করা সম্ভব যা আপনাকে রাখবে সজীব ও প্রাণবন্ত।

ঔষধি গুনাগুন (৩০০+)

সজনে পাতার গুড়া আপনি ও আপনার শিশুর জন্য “সুপারফুড”

আপনার নিজের অথবা আশেপাশে কোথাও যদি সজনে গাছ থাকে তাহলে সেখান থেকে পাতা সংগ্রহ করে নিয়মিত আপনার পরিবারের খাদ্য তালিকায় এটা রাখা প্রয়োজন। সেটা সম্ভব না হলে সজনে পাতার গুড়া সংগ্রহ করে তা খেতে পারেন। আমাদের কাছে পাবেন সম্পূর্ণ প্রাকৃতিক ও বাছাইকৃত সজনে পাতার গুড়া।

আমাদের থেকে কেন সজনে পাতার গুড়া নিবেন?

অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন

Copyright © 2024 Digitonica | This website made with ❤️ by DIGITONICA